তিস্তা শেতলবাদ, মহম্মদ জুবেরদের মুক্তির দাবিতে কলকাতায় পিডিএসের সভা
তিস্তা শেতলবাদ, মহম্মদ জ়ুবের-সহ সমাজকর্মী, মানবাধিকার আন্দোলনকারীদের ‘মিথ্যা মামলায় হয়রান’ করার প্রতিবাদ ফের দেখা গেল কলকাতার পথে। বিচারবিভাগীয় হেফাজতে স্ট্যান স্বামীর মৃত্যুর এক বছর পূর্তির দিনে মঙ্গলবার ধর্মতলায় অবস্থান করে আইনজীবী ও মানবাধিকার সংগঠনের তরফে তিস্তা, জ়ুবের-সহ সকলের মুক্তির দাবি তোলা হল। আইনজীবীদের সংগঠন আইলাজ এবং মানবাধিকার সংগঠন পিইউসিএল-এর উদ্যোগে ধর্মতলায় ওই আবস্থানের আয়োজন করা হয়েছিল। দেশের সংবিধান রক্ষা ও বুলডোজ়ার-রাজ বন্ধের দাবিতে সেখানে সরব হন মানবাধিকার আন্দোলনের মুখ বিনায়ক সেন, সুজাত ভদ্র-সহ অন্যেরা। কলকাতা হাইকোর্ট থেকে এআইএলইউ-এর একটি মিছিলও ওই সভায় এসেছিল। তিস্তা, জ়ুবেরদের মুক্তির দাবিতেই মৌলালিতে এ দিন সভা করেছে পিডিএস। সমীর পূততুণ্ড, অনুরাধা পূততুণ্ডদের অভিযোগ, বিজেপির সরকার বেপরোয়া ভাবে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। বিরোধীদের কোনও কথাই তারা সহ্য করতে পারছে না।