ফাইল চিত্র।
লকডাউনের মধ্যে অসংগঠিত শ্রমিক, অস্থায়ী কর্মচারী, ক্ষেতমজুর থেকে শুরু করে গৃহশিক্ষক পর্যন্ত বড় অংশের মানুষ সঙ্কটে। উপার্জনের রাস্তা প্রায় বন্ধ। এই পরিস্থিতির কথা বিবেচনা করে বিদ্যুৎ বিল মকুবের জন্য আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। তাঁদের আবেদন, মাসিক ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ যাঁরা ব্যবহার করেন, তাঁদের বিল তিন মাসের জন্য মকুব করা হোক। বিদ্যুতের দাম মকুব করার দাবি তুলেছে বিজেপির যুব মোর্চাও। বাম শরিক ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ও বুধবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন, চটকল ও চা-শ্রমিকদের বেতন মিটিয়ে দেওয়ার বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি। পাশাপাশিই তাঁর আর্জি, রমজান মাসে রেশনের মাধ্যমেই বাড়তি চিনি, সুজি, ছোলা ও ময়দা দেওয়ার ব্যবস্থা করলে অনেক মানুষ উপকৃত হবেন।