প্রতীকী ছবি।
লকডাউনের জেরে অনেকেই আর্থিক ভাবে বিপন্ন। এই অবস্থায় সিইএসসি এবং রাজ্যের বিদ্যুৎ দফতরের কাছে তিন মাসের বিদ্যুৎ মাসুল মকুব করার দাবি জানাল রাজ্য বিজেপির যুব মোর্চা। সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক সৌরভ সিকদার মঙ্গলবার জানান, ওই দাবি তুলে তাঁদের কর্মী-সমর্থকেরা সকলে একসঙ্গে টুইট করছেন এবং তা নিয়ে টুইটারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছেন। এতে কাজ না হলে লকডাউনের বিধি মেনেই অন্য আন্দোলন হবে।