শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।
করোনায় মৃত পরিবহণ কর্মী অনন্ত পাত্রের পরিবারের এক জনের চাকরি এবং ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়ে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিল স্টেট ট্রান্সপোর্ট সংগ্রামী শ্রমিক কর্মচারী ইউনিয়ন। সংগঠনের রাজ্য সভাপতি দিবাকর ভট্টাচার্যের বক্তব্য, করোনা পরিস্থিতির মধ্যেই পরিবহণ ক্ষেত্রে স্থায়ী, চুক্তিভিত্তিক এবং এজেন্সি শ্রমিকদের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। ওই সব শ্রমিকের জন্যই ২০ লক্ষ টাকার জীবন বিমা এবং পরিবহণ ডিপোয় মেডিক্যাল সেন্টার খুলে নিয়মিত কোভিড পরীক্ষার দাবি করেছেন তাঁরা। করোনা আক্রান্ত হলে পরিবহণ কর্মীদের চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে বলে তাঁদের বক্তব্য। বাস ও ডিপো স্যানিটাইজ করানোর দাবিও পরিবহণ দফতরের কাছে জানিয়েছে ওই সংগঠন।