ডেঙ্গিতে নাট্যকর্মীর মৃত্যু সল্টলেকে

বৃহস্পতিবার সকালে ফের সল্টলেকে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। মৃতের নাম ইশিতা বন্দ্যোপাধ্যায় (২৭)। সল্টলেক জি ডি ব্লকের বাসিন্দা ইশিতাদেবী নাট্যকর্মী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৫ ১৪:০৮
Share:

ভোটের সময়েই ডেঙ্গির বলি হয়েছিল পাঁচ বছরের এক শিশু। এর পরেই ডেঙ্গির মোকাবিলা করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে পুরনিগম দাবি করেছিল। কিন্তু তার পরেও চিত্রটা বদলায়নি। বৃহস্পতিবার সকালে ফের সল্টলেকে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। মৃতের নাম ইশিতা বন্দ্যোপাধ্যায় (২৭)। সল্টলেক জি ডি ব্লকের বাসিন্দা ইশিতাদেবী নাট্যকর্মী।

Advertisement

পুজোর মধ্যেই জ্বর হয়েছিল তাঁর। বাড়িতেই জ্বরের চিকিৎসা চলছিল। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সল্টলেকের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।

পুরনিগম অবশ্য দাবি করেছে, ভোটের পরেই নতুন বোর্ড গঠিত হয়েছে। বোর্ডের সদস্যেরা ডেঙ্গি রুখতে সব রকম ব্যবস্থাই নিচ্ছে। আর তার সুফলও মিলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement