প্রতীকী ছবি।
সাময়িক স্বস্তি দিয়েও অস্বস্তি বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। হাওড়া এবং জলপাইগুড়ি জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আগের সপ্তাহের তুলনায় কম হলেও বাঁকুড়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে।
তবে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমেছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই সপ্তাহে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৪৬৭৮ জন। গত সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৪৭৪৪। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৬০৭ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। ৭০১ জন ডেঙ্গির উপসর্গ নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে পুজোর পর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে রাজ্যের স্বাস্থ্য দফতর। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে তারা।