COVID 19

Covid 19: রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ফের বাড়ল, শীর্ষে উত্তর ২৪ পরগনা ও দার্জিলিং জেলা

রাজ্যে সংক্রমণ বাড়লেও কমেছে সংক্রমণের হার। কমে হয়েছে ১.৩৭ শতাংশ। কলকাতাতেও কমেছে দৈনিক সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩২ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২১ ২০:২৪
Share:

রাজ্যের করোনা চিত্র

রাজ্যে সামান্য বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ৫৪৭ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। সোমবারের রিপোর্টে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫০২। সংক্রমণ বাড়লেও কমেছে সংক্রমণের হার কমে হয়েছে ১.৩৭ শতাংশ। তবে সংক্রমণের শীর্ষে এখনও রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা, তারপরেই রয়েছে দার্জিলিং।

শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ধরে রাজ্যে মোটা আক্রান্ত দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৯ হাজার ৬১২-তে। কমেছে মৃত্যুও। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ছ’জনের। এর ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১৮-তে।

জেলা ভিত্তিক সংক্রমণের নিরিখে তালিকার শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। শেষ ২৪ ঘণ্টায় এই জেলায় মোট ৭৭ জন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। তারপরেই রয়েছে উত্তরের জেলা দার্জিলিং। সেখানে শেষ ২৪ ঘণ্টায় ৬৪ জন আক্রান্তের সন্ধান মিলেছে। তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ ২৪ পরগনা। একই সময়ের মধ্যে এই জেলায় আক্রান্তের সংখ্যা ৬৩। তবে অনেকটাই সংক্রমণ কমেছে কলকাতায়। দৈনিক আক্রান্তের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩২-এ। পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় শেষ ২৪ ঘণ্টায় ১০-এর কম আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।

Advertisement

গত দিন টিকার পরিমাণ অনেকটা কমলেও মঙ্গলবারের কেন্দ্রীয় সরকারের রিপোর্টে টিকাকরণের হার অনেকটাই বাড়তে দেখা গিয়েছে। ওই সময়ে টিকা পেয়েছেন তিন লক্ষ ২৬ হাজার ৪৩ জন। এর ফলে রাজ্যে মোট টিকাপ্রাপ্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৪৬ লক্ষ এক হাজার ২৩৪।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement