চলছে প্রচার। —নিজস্ব চিত্র।
রাজ্যের উপকূলবর্তী অন্যান্য জেলার মতো মুর্শিদাবাদেও ঘূর্ণিঝড় ‘ইয়াস’ নিয়ে আগাম সতর্কবার্তা দিয়ে প্রচার শুরু করল প্রশাসন। রবিবার বিকেলে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লক-সহ নদীর ধারের এলাকায় মাইকের মাধ্যমে প্রচার চালানো হয়।
জেলা প্রশাসন সূত্রে খবর, ‘ইয়াস’ নিয়ে প্রচারে উদ্যোগী হয়েছেন ফরাক্কার বিডিও সঞ্জয় বিশ্বাস। রবিবার তাঁর গাড়িচালক গোপাল চক্রবর্তী নিজে মাইক হাতে নিয়ে ফরাক্কা ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার করেন। নদীর আশপাশের এলাকার মানুষদের ঘূর্ণিঝড় ‘ইয়াস’ নিয়ে সতর্কবার্তা দেন তিনি। পাশাপাশি, মৎস্যজীবীদের নদীর কিনারায় যেতেও নিষেধ করেন সঞ্জয়।
প্রসঙ্গত, ২৫ মে, মঙ্গলবার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আগে রবিবার দিঘার অনেক কাছে চলে এসেছে নিম্নচাপটি। রবিবার দিঘা থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এটি অবস্থান করছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দোপাধ্যায়। এর পর সন্ধ্যায় তা শক্তি বাড়িয়ে রাজ্যের উপকূলবর্তী দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা-সহ হাওড়া এবং হুগলি জেলায় আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ওই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার পাশাপাশি হাল্কা, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার গতি বাড়বে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে চলবে বৃষ্টিপাতও।