প্রতীকী ছবি।
আজ সোমবার থেকে শুরু হচ্ছে না দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের আন্তর্জেলা বাস পরিষেবা। আগামী বুধবার থেকে ওই পরিষেবা শুরু হতে পারে বলে খবর।
নিগমের চেয়ারম্যান করোনা আক্রান্ত হওয়ায় উদ্বেগ বেড়েছে সংস্থার আধিকারিকদের মধ্যেও। করোনা আবহের মধ্যে ভিন রাজ্য থেকে ট্রেনে আসা পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করছে দক্ষিণবঙ্গ পরিবহণ নিগম। লক ডাউন পর্বে এ রাজ্যে আটকে পড়া শ্রমিকদের সংস্থার নিজস্ব বাসে ভিন্ রাজ্যে পৌঁছে দেওয়ার কাজও করেছে কর্তৃপক্ষ।বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো কয়েকটি জেলায় বাছাই করা কিছু রুটে ইতিমধ্যেই সরকারি বাসের পরিষেবা শুরু করেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। লকডাউন পর্বে প্রতিদিন কমবেশি ২০০টি বাস চালাতে হয়েছে নিগম কর্তৃপক্ষকে।
নিগম সূত্রে খবর, গত বৃহস্পতিবার বাস পরিষেবা সংক্রান্ত কাজের তদারকি বৈঠক ছিল দুর্গাপুরে। সংস্থার চেয়ারম্যানের উপস্থিতিতেই ওই বৈঠক অনুষ্ঠিত হয়। সেদিনই তিনি কিছুটা অসুস্থ বোধ করছিলেন। পর দিন অসুস্থতা বাড়তে থাকায় তিনি আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখান থেকেই তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার পরীক্ষার ফলে সংক্রমণ প্রমাণিত হওয়ায় তাঁকে বাইপাসের ধারের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার পরই উদ্বেগ বাড়ে আধিকারিকদের মধ্যেও। নিগমের একাধিক আধিকারিক ছাড়াও গাড়ির চালক, এবং অন্য আরও কিছু কর্মী তাঁর সংস্পর্শে এসে থাকতে পারেন বলে অনুমান। আপাতত একাধিক আধিকারিক হোম কোয়রান্টিনে।
২১ মে থেকে আন্তর্জেলা বাস পরিষেবা শুরু হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড়ের কারণে তা পিছিয়ে আজ, সোমবার করা হয়। তবে সোমবারও সম্ভব না হওয়ায় আগামী বুধবার থেকে ওই পরিষেবা শুরু হবে বলে খবর।
অন্য দিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম ও চলতি সপ্তাহে শুরু করতে পারে আন্তর্জেলা বাস পরিষেবা। রবিবার পরিবহণ দফতরের সার্বিক কাজ নিয়ে সব বিভাগের আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।