বিপুল গতি নিয়ে স্থলভাগে ঢুকে তাণ্ডব শুরু করেছে আমপান (প্রকৃত উচ্চারণ উম পুন)। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ বিভিন্ন জেলায় চলছে তার ধ্বংসলীলা। গ্রাম বা শহর, কোথাও ভেঙে পড়েছে গাছ। ঝড়ের দাপটে কোথাও বা ভেঙেছে বাড়ি। দুপুর ও বিকেলের সেই সব ছবির ঝলক।
ঝড়ের দাপট সহ্য করতে না পেরে ভেঙে পড়েছে কাঁচা বাড়ি। উপড়ে গিয়েছে গাছও। তাণ্ডবের এই ছবি পাথরপ্রতিমার। দক্ষিণের মতো উত্তর ২৪ পরগনাতেও একই ছবি, জেলা প্রশাসন সূত্রে খবর, আমপানের তাণ্ডবে মিনাখাঁ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হাড়োয়া এলাকায় পাঁচ হাজারের বেশি মাটির বাড়ি ভেঙে পড়েছে।
আমপানের গতিপথের মধ্যেই পড়েছে দক্ষিণ ২৪ পরগনা। নামখানায় ঝড়ের দাপটে ভেঙেছে বহু গাছ ও কাঁচা বাড়ি। জলের তোড়ে নদীতে পড়ে যায় কচুবেড়িয়া জেটির একটি অংশ। ক্ষতিগ্রস্ত হয় নারায়ণপুর জেটিও।
দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে আমপানের তেজে উপড়ে গিয়েছে গাছ। প্রশাসনের তরফে জারি করা হয়েছে চরম সতর্কতা।
পূর্ব মেদিনীপুরের দিঘাতেও আমপানের ধ্বংসের চিহ্ন ছড়িয়ে। রাস্তার উপর ভেঙে পড়েছে গাছ। কাঁথির বিভিন্ন এলাকাতেও দেখা গিয়েছে ধ্বংসের ছবি।
দিঘায় গাছ ভেঙে পড়ে আটকে গিয়েছে রাস্তা। দুর্যোগ মাথায় নিয়েই রাস্তায় ভেঙে পড়া গাছ সরানোর কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
ঝড়ের দাপটে বহু এলাকাতেই ধ্বংস হয়েছে একাধিক কাঁচা বাড়ি।
ঝড়ের দাপটে ত্রস্ত কলকাতাও। শহরের বুকেও ছড়িয়ে আমপানের ধ্বংসের চিহ্ন।
ঝড়ের দাপটে কলকাতার রাস্তার উপর ভেঙে পড়েছে গাছ। তা সরাতে নামানো হয়েছে ক্রেন।
শুধু পশ্চিমবঙ্গই নয়। আমপানের কোপে পড়েছে ওড়িশার ভদ্রকও। সেখানে ঝড়ের দাপটে মাটিতে মিশে গিয়েছে কাঁচা বাড়ি।
ভদ্রকের একাধিক এলাকায় আমপানের দাপটে রাস্তায় ভেঙে পড়েছে গাছ।
শুধু ভদ্রকই নয়, আমপানের ধ্বংসের ছবি ধরা পড়েছে ওড়িশার বালাশোরেও।