cyclone

ঘূর্ণিঝড় নিম্নচাপ হয়ে বাংলাদেশে, আজ বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ

আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, নিম্নচাপে পরিণত হলেও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল-সহ এ রাজ্যের নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার বৃষ্টি চলবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০২০ ০৮:৩৪
Share:

অতি মারাত্মক’ এই ঘূর্ণিঝড়টি রাজ্যের দক্ষিণভাগে তাণ্ডব চালিয়েছে কয়েক ঘণ্টা ধরে—নিজস্ব চিত্র

ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমপান (প্রকৃত উচ্চারণ উম পুন) শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হল। এ রাজ্যের সীমানা ছাড়িয়ে নিম্নচাপটি এখন বাংলাদেশের উপরে অবস্থান করছে। বৃহস্পতিবার ভোরে সাইক্লোনের তকমা হারিয়ে আমপান নিম্নচাপের আকার নিয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

তবে তার আগে ‘অতি মারাত্মক’ এই ঘূর্ণিঝড়টি রাজ্যের দক্ষিণভাগে তাণ্ডব চালিয়েছে কয়েক ঘণ্টা ধরে। লন্ডভন্ড হয়ে গিয়েছে কলকাতা। তছনছ হয়ে গিয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের একাংশ। কী ভাবে রাজ্যকে দ্রুত স্বাভাবিক ছন্দে ফেরানো যায়, তারই চেষ্টা চালাচ্ছে রাজ্য প্রশাসন। উদ্ধার কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

বুধবার সুন্দরবনকে কেন্দ্র করে আছড়ে পড়ে আমপান। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগ ছিল আমপানের। কোথাও ১৮৫ কিলোমিটারও গতি উঠেছিল এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের। কলকাতায় সর্বোচ্চ গতি ছিল প্রতি ঘণ্টায় ১৩৩ কিলোমিটার। বুধবার সন্ধ্যায় প্রথমে দক্ষিণ ২৪ পরগনায় তাণ্ডব চালিয়ে, পরে উত্তর ২৪ পরগনায় রাতভর চলে আমপানের দাপট।

Advertisement

আরও পড়ুন: কালভৈরব! সুন্দরবন-সহ দুই ২৪ পরগনা তছনছ-লন্ডভন্ড

আমপান শক্তিক্ষয় করে ক্রমে ‘সুপার সাইক্লোন’ থেকে ‘এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন’-এ পরিণত হয়েছিল। এ দিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ তা শুধুমাত্র সাইক্লোনে পরিণত হয়েছে। এই মুহূর্তে নিম্নচাপে পরিণত হয়ে আগামী ৬ ঘণ্টায় ধীরে ধীরে আরও শক্তি হারাবে আমপান।

আরও পড়ুন: ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছি: কেন্দ্রের সহযোগিতা চাইলেন মুখ্যমন্ত্রী

আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, নিম্নচাপে পরিণত হলেও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল-সহ এ রাজ্যের নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার বৃষ্টি চলবে। হাওয়ার গতি থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতিঘণ্টায়। এমনকি সিকিমেও বৃষ্টি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement