BJP

ক্ষতিপূরণ-প্রাপকদের তালিকা প্রকাশের দাবি

মুখ্যসচিব রাজীব সিংহ অবশ্য বিরোধীদের চাপের মুখে বার বার দাবি করেছেন, ক্ষতিপূরণ প্রাপকদের তালিকা টাঙানো হয়েছে। যদিও বাস্তবে তা কেউ দেখেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০২০ ০১:৫৯
Share:

প্রতীকী ছবি।

আমপান-ক্ষতিপূরণ প্রাপকদের তালিকা এবং কে কত টাকা ক্ষতিপূরণ পেয়েছেন, তা দ্রুত প্রকাশ করার দাবি জানাল বিজেপি। দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ওই তালিকা বিডিও দফতরে টাঙিয়ে দেওয়া হবে। কিন্তু‌ এখনও তা টাঙানো হয়নি। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা তাপস রায় বলেন, ‘‘সরকারকে প্রশাসনিক কাজ করতে নির্দিষ্ট নিয়মে। সেটা ওঁদের অভ্যাসে নেই। তালিকা আছে শুধু ওঁরাই তা দেখতে জানেন না।’’

Advertisement

ক্ষতিপূরণ প্রাপকদের তালিকা নিয়ে রাহুলের কটাক্ষ, ‘‘আমপান-ক্ষতিপূরণ নিয়ে যাঁরা দুর্নীতি করেছেন, তাঁদের বিরুদ্ধে নাকি মুখ্যমন্ত্রীর ব্যবস্থা নিতে চান! তা হলে কারা কত টাকা ক্ষতিপূরণ পেয়েছেন, সেই তালিকা এখনও প্রকাশ করা হল না কেন?’’ রাহুলের আরও অভিযোগ, যাঁদের পান বরজ নেই, এমন লোকও আমপানে ক্ষতিগ্রস্ত পান বরজের জন্য ক্ষতিপূরণ পেয়েছেন। এই প্রেক্ষিতেই তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর দুর্নীতি ঠেকানোর সদিচ্ছা থাকলে তিনি এ বিষয়ে তদন্তের নির্দেশ দিন।’’

এ বিষয়ে আগেই সরব হয়েছে বামফ্রন্ট। মুখ্যসচিব রাজীব সিংহ অবশ্য বিরোধীদের চাপের মুখে বার বার দাবি করেছেন, ক্ষতিপূরণ প্রাপকদের তালিকা টাঙানো হয়েছে। যদিও বাস্তবে তা কেউ দেখেনি।

Advertisement

আমপান ভাঙা গাছ নিয়েও দুর্নীতি হয়েছে বলেও বিজেপির অভিযোগ। রাহুল এ দিন বলেন, ‘‘ভাল গাছও কেটে ঝড়ে ভাঙা গাছ বলে দেখানো হয়েছে। আনুমানিক ৬০০ কোটি টাকার গাছ বিক্রি হয়েছে। তার কতটা রাজ্য সরকার পেয়েছে, আর কতটা তৃণমূলের তহবিলে ঢুকেছে, তা রাজ্যকে জানাতে হবে।’’ তাপসবাবুর জবাব, ‘‘বিজেপির কেন্দ্রীয় নেতারা ভোটের লক্ষ্যে ভার্চুয়াল সভা করছেন। আর রাজ্যের নেতারা শেখানো বুলি আওড়াচ্ছেন। এ সবের জবাব হয় না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement