Symbolic Hunger Strike

প্রতীকী অনশনের ডাক সংস্কৃতি-কর্মীদের

শুক্রবার প্রতীকী অনশন কর্মসূচি নিচ্ছেন ‘পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ’ ও ‘নবান্ন’ সাহিত্য পত্রিকার কর্মীরা। সকাল ৯টা থেকে ১২ ঘণ্টার ওই কর্মসূচি হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ০৯:০৮
Share:

ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন। —ফাইল ছবি।

জুনিয়র ডাক্তারেরা ১০ দফা দাবিকে সামনে রেখে যে অনশন-আন্দোলন করছেন, তাতে সংহতি জানিয়ে আজ, শুক্রবার প্রতীকী অনশন কর্মসূচি নিচ্ছেন ‘পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ’ ও ‘নবান্ন’ সাহিত্য পত্রিকার কর্মীরা। সকাল ৯টা থেকে ১২ ঘণ্টার ওই কর্মসূচি হবে। রাজ্য সরকারের বিরুদ্ধে ‘অনমনীয় ও ঔদ্ধত্যপূর্ণ আচরণে’র অভিযোগ তুলে পরিষদের সম্পাদক সরিৎ চক্রবর্তী জানিয়েছেন, আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে তাঁরা ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চের সামনে দুপুর আড়াইটায় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানও করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্রুত আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসে স্বাস্থ্য ব্যবস্থায় অচলাবস্থা কাটানোর জন্যও আর্জি জানিয়েছে গণসংস্কৃতি পরিষদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement