cuba

আলিমুদ্দিনে কিউবার দূত

আন্তর্জাতিক বিভিন্ন বিষয় ও তার প্রেক্ষিতে বাম নেতাদের কী মতামত, তার উপরেই দু’পক্ষের মত বিনিময় হয়েছে বলে সিপিএম সূত্রের বক্তব্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২২ ১২:০০
Share:

আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম নেতাদের সঙ্গে কিউবার রাষ্ট্রদূত

কলকাতায় এসে সিপিএমের রাজ্য নেতৃত্বের সঙ্গে দেখা করলেন কিউবার রাষ্ট্রদূত আলেজ়ান্দ্রো সিমানকাস মারিন। আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতরে গিয়ে রবিবার দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন তিনি। মারিনের সঙ্গে ওই আলোচনায় ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অনাদি সাহু। আন্তর্জাতিক বিভিন্ন বিষয় ও তার প্রেক্ষিতে বাম নেতাদের কী মতামত, তার উপরেই দু’পক্ষের মত বিনিময় হয়েছে বলে সিপিএম সূত্রের বক্তব্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement