Calcutta University

২৪ ঘণ্টা সময়, বাড়িতে বসেই পরীক্ষা দিতে পারবেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

ইউজিসি-র নিময় মেনে ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে সব বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তরের পরীক্ষা নেওয়া হবে। ফল প্রকাশিত হবে ৩১ অক্টোবরের মধ্যে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২০ ২০:০৮
Share:

প্রতীকী চিত্র।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা হবে অনলাইনে। ওয়েবসাইট, ই-মেল, হোয়াটস্‌অ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র পাবেন পরীক্ষার্থীরা। তা হাতে পাওয়ার পর, অনলাইনে উত্তরপত্র জমা দিতে হবে। অবশ্য যাঁরা এ বিষয়ে সড়গড় নন, তাঁরা খাতায় লিখেও উত্তরপত্র জমা দিতে পারবেন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে। প্রশ্নপত্র ডাউনলোড থেকে উত্তরপত্র আপলোড-সহ গোটা প্রক্রিয়ার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হবে। বুধবার এ বিষয়ে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।

Advertisement

ইউজিসি-র নিময় মেনে ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে সব বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তরের পরীক্ষা নেওয়া হবে। ফল প্রকাশিত হবে ৩১ অক্টোবরের মধ্যে। উপাচার্যের কথায়: “করোনার কারণে যে বিষয়ে যত দূর পর্যন্ত সিলেবাস শেষ করা গিয়েছে, তার ভিত্তিতেই পরীক্ষা নেওয়া হবে। অনলাইনে পরীক্ষা হবে। হোয়াটস্‌অ্যাপ, ই-মেলের মাধ্যমে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হবে। অনলাইনেই উত্তরপত্র জমা দিতে হবে। কেউ যদি তা না পারেন, তিনি হার্ড কপি কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে জমা দিতে পারবেন।”

পরীক্ষার বিষয়ে ঘোষণা করা হলেও, কবে, কোন পরীক্ষা নেওয়া হবে, তা জানানো হয়নি। পরে ওয়েবসাইটে এ বিষয়ে সবিস্তারে জানানো হবে বলে কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, “২৪ ঘণ্টা সময় দেওয়া হচ্ছে। এটা একটি নতুন পদ্ধতি। প্রশ্নপত্র ডাউনলোড করতে হবে। প্রিন্ট আউট নিতে হবে। তার পর উত্তর লেখার পর স্ক্যান করে সেটা আবার অনলাইনে পাঠাতে হবে। এই গোটা প্রক্রিয়া করতে সময় লাগবে। তাই সময় দেওয়া হচ্ছে।” একই পথে হাঁটতে চলেছে বিদ্যাসাগর এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যায়ও।

Advertisement

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, করোনা আবহে কলকাতা বিশ্ববিদ্যালয়ও কার্যত এই প্রথম ‘ওপেন বুক এগজামিনেশন’-এর পথে হাঁটতে চলেছে।

আরও পড়ুন: আত্মসমর্পণ করছেন মাওবাদী শীর্ষ নেতা গণপতি? পুলিশ মহলে জোরদার জল্পনা

আরও পড়ুন: ‘রিয়াকে শকুনের মতো ছিঁড়ে খাচ্ছে মিডিয়া, ডাইনি সাজিয়ে শাস্তি দিয়েই ছাড়বে’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement