Sebashray Medical Camp

‘সেবাশ্রয়ে’ ভিড়

অভিষেকের দফতর জানিয়েছে, এ দিন ৪১টি স্বাস্থ্য শিবিরে ১১৩৮৮ জন উপস্থিত হয়েছিলেন, শুক্রবারের তুলনায় যা প্রায় পাঁচ হাজার বেশি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ০৯:৫৩
Share:

ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ শিবির। —নিজস্ব চিত্র।

বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও রোগ নির্ণয়ের লক্ষ্যে তাঁর সংসদ এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেছিলেন, শনিবার তৃতীয় দিনেও সেখানে ভিড় জমল। অভিষেকের দফতর জানিয়েছে, এ দিন ৪১টি স্বাস্থ্য শিবিরে ১১৩৮৮ জন উপস্থিত হয়েছিলেন, শুক্রবারের তুলনায় যা প্রায় পাঁচ হাজার বেশি। এ দিন ৭০৫৩ জনের স্বাস্থ্য পরীক্ষা, ৬৫৩৭ জনকে ওষুধ দেওয়া হয়েছে। এ ছাড়াও ২৫৩ জনকে স্থানান্তরিত করানো হয়েছে। রোগী স্থানান্তরের ক্ষেত্রে পরিষেবার জন্য রাজ্যের ১২টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে যুক্ত করা হয়েছে এই কর্মসূচির সঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement