CPM

‘মিনি প্লেনামে’ নজর সিপিএমের সংগঠনেই

হাওড়া জেলা সিপিএমের কার্যালয় অনিল বিশ্বাস ভবনের প্রেক্ষাগৃহে শুক্রবার থেকে শুরু হবে দলের রাজ্য কমিটির ওই বিশেষ অধিবেশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ০৮:০৮
Share:

—প্রতীকী চিত্র।

কয়েক মাসের মধ্যে লোকসভা নির্বাচন। তার আগে রাজ্য জুড়ে সংগঠনের হাল কী, মূলত তা-ই জরিপ করে নিতে চাইছে সিপিএম। সেই লক্ষ্যেই বসতে চলেছে দলের ‘মিনি প্লেনাম’। হাওড়ায় কাল, শুক্রবার থেকে সিপিএমের রাজ্য কমিটির বর্ধিত বিশেষ অধিবেশনে উপস্থিত থাকার কথা দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির। জাতীয় স্তরে ‘ইন্ডিয়া’ জোট গঠনের জেরে রাজ্যে বিতর্ক বাধার পরে এই প্রথম রাজ্যে আসছেন ইয়েচুরি।

Advertisement

হাওড়া জেলা সিপিএমের কার্যালয় অনিল বিশ্বাস ভবনের প্রেক্ষাগৃহে শুক্রবার থেকে শুরু হবে দলের রাজ্য কমিটির ওই বিশেষ অধিবেশন। সূচনা করার কথা ইয়েচুরিরই। দলীয় সূত্রের খবর, সিপিএমের রাজ্য কমিটির সদস্যদের পাশাপাশি সব জেলার সম্পাদকমণ্ডলীর সদস্যদের ওই বিশেষ অধিবেশনে ডাকা হয়েছে। ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক ও ক্ষেতমজুর— প্রধান এই ৬টি গণ-সংগঠনের রাজ্য নেতৃ্ত্বও অধিবেশনে ডাক পেয়েছেন। সব মিলিয়ে অধিবেশনে প্রতিনিধি থাকবেন প্রায় ৩২৫ জন। দলের সাধারণ সম্পাদক ইয়েচুরি ছাড়াও পলিটব্যুরোর সদস্য নীলোৎপল বসু, কৃষক সংগঠনের নেতা হান্নান মোল্লা প্রমুখেরও এই অধিবেশন চলাকালীন রাজ্যে আসার কথা। সংগঠনের কিছু বিষয় ধরে ধরে জেলা ও গণ-সংগঠনের প্রতিনিধিদের নিজেদের মধ্যে আলোচনা করে তার নির্যাস অধিবেশনের মঞ্চে পেশ করতে বলার বন্দোবস্ত রাখা হচ্ছে বলে দলীয় সূত্রের খবর।

সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের বক্তব্য, ‘‘এই রাজ্যে বিজেপি ও তৃণমূল কংগ্রেস, দুই দলের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ সব শক্তিকে একজোট করাই আমাদের রাজনৈতিক লক্ষ্য। সেই ভাবেই নির্বাচনী রণকৌশল ঠিক হবে। কিন্তু নির্বাচনে কোনও কৌশল কাজে লাগাতে গেলেই সংগঠন প্রয়োজন। তাই ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করা এবং সংগঠনকে মজবুত করাই আমাদের প্রধান লক্ষ্য।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement