যাদবপুরে সিপিএম সমর্থকদের উপর হামলা, অভিযুক্ত তৃণমূল

খাস কলকাতার বুকে ফের আক্রান্ত বিরোধীরা। অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে। যাদবপুরের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর প্রচারে হামলার অভিযোগে উঠে এল তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকদের নাম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ১২:১২
Share:

খাস কলকাতার বুকে ফের আক্রান্ত বিরোধীরা। অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে। যাদবপুরের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর প্রচারে হামলার অভিযোগে উঠে এল তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকদের নাম।

Advertisement

ঠিক কী ঘটেছিল?

সিপিএমের স্থানীয় নেতৃত্ব জানিয়েছেন, রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ শহিদ স্মৃতি কলোনি থেকে তিনটি ম্যাটাডরে করে কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচার সেরে ফিরছিলেন তাঁরা। হালতু ঘুরে ই এম বাইপাস ঘুরে মুকুন্দপুর হয়ে ফের শহিদ স্মৃতি কলোনি এলাকায় ঢোকার সময় পিছন থেকে হামলা চালানো হয়। ঘটনায় গুরুতর হন ১১ জন সিপিএম কর্মী। গুরুতর জখম হয়েছেন দু’জন। ওই দু’জনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন

সিপিএম প্রার্থীকে জল কেন, বলেই শুরু মার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement