দাসেরবাঁধ কঙ্কাল মামলার অন্যতম অভিযুক্ত সিপিএম কর্মী সুদর্শন কোলেকে গ্রেফতার করল সিআইডি। মঙ্গলবার গড়বেতা থেকে তাঁকে ধরা হয়। বুধবার গড়বেতার এসিজেএম আদালতে তোলা হলে ধৃতের অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ হয়। ২৬ জুন তাঁকে আদালতে হাজির হতে হবে। কঙ্কাল মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিনে মুক্ত সুদর্শন একসময় গ্রেফতারি এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন। নির্দেশ থাকা সত্ত্বেও তিনি মেদিনীপুর আদালতে আত্মসমর্পণ করেননি। পরে সিআইডি সুদর্শনের নামে সুয়োমোটো মামলা করে। ওই মামলায় জামিন না নেওয়ায় তাঁকে গ্রেফতার করে সিআইডি।