প্রতীকী ছবি।
রাজ্যে শিল্প এবং কাজের দাবিতে আজ, বুধবার সিঙ্গুর থেকে রাজভবন হাঁটা কর্মসূচি শুরু করছে সিপিএম। প্রায় ৫২ কিলোমিটার পথ দু’দিনে পেরোবেন পদযাত্রীরা।
মহারাষ্ট্রের ‘কিসান লং মার্চ’-এর আদলে সিঙ্গুর থেকে আজ বেলা ১১টা নাগাদ এই কর্মসূচির সূচনা করবেন কৃষকসভার সাধারণ সম্পাদক ও সিপিএমের পলিটবুরো সদস্য হান্নান মোল্লা। রাজ্য নেতৃত্বের অনেকের সেখানে থাকার কথা। সিপিএম সূত্রের খবর, সকাল ১০টা নাগাদ সিঙ্গুরের রতনপুরের আলুর মোড়ে সকলে জমায়েত হবেন। ডানকুনি হয়ে ওই মিছিল এ দিনই হাওড়ায় ঢুকবে। সিপিএম নেতৃত্বের আশা, ২৯ নভেম্বর অন্তত ৫০ হাজার লোকের মিছিল নিয়ে রাজভবনে পৌঁছবেন।
বিরোধী দলের প্রবল বিক্ষোভের মুখে পড়ে বছর দশেক আগে সিঙ্গুর থেকে গুজরাতের সানন্দে ন্যানো কারখানা সরিয়ে নেয় টাটা গোষ্ঠী। রাজ্যের বর্তমান শাসকদলের সেই ‘শিল্প-বিরোধী ভূমিকা’কেই ফের সামনে আনতে সিঙ্গুর থেকেই পদযাত্রার শুরু করছে সিপিএম। হুগলি জেলা সিপিএম সম্পাদক দেবব্রত ঘোষ বলেন, ‘‘ সিঙ্গুর তথা রাজ্যে শিল্পের দাবিতেই আমাদের এই হাঁটার কর্মসূচি।’’