প্রতীকী ছবি।
স্বাধীনতা দিবসে দলের তরফে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি তারা শুরু করেছে আগেই। আলিমুদ্দিন স্ট্রিটের ছাদে গত বছরেই উড়েছে তেরঙা পতাকা। এ বার স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের সময়ে বাংলা জুড়ে স্বাধীনতা আন্দোলনের শহিদ স্মরণ এবং ইতিহাস প্রদর্শনের কর্মসূচি নিল সিপিএম। সঙ্ঘ পরিবার তথা বিজেপি ইতিহাস বিকৃতির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে তারই পাল্টা হিসেবে এই উদ্যোগ সিপিএমের।
আগামী ৫ অগস্ট মুজফ্ফর আহমেদের (কাকাবাবু) জন্মদিন থেকে ১৫ অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ১০ দিনের ওই কর্মসূচি চলবে সিপিএমের তরফে। রাজ্য জুড়ে স্বাধীনতার সেনানীদের স্মরণে এবং ইতিহাসের প্রদর্শনী করে নানা অনুষ্ঠানের আয়োজন হবে। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে এই পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পরে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বুধবার বলেছেন, ‘‘আদিবাসী বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ-সহ স্বাধীনতা আন্দোলনের বহু ইতিহাস আছে, যা আমরা স্মরণ করব। শহিদদের স্মরণ করব। যে ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা চলছে, আমরা সেটা সামনে আনব। ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন নিয়ে আরএসএস-বিজেপির মাথাব্যথা নেই! মোগলদের বিরুদ্ধে কারা লড়েছিল, সঙ্ঘ সেটা খুঁজতে ব্যস্ত।’’ সেলিমদের বক্তব্য, কাকাবাবু স্বাধীনতা আন্দোলনে মানুষকে সংগঠিত করতে উদ্যোগী ছিলেন, ব্রিটিশেরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা করেছিল। স্বাধীনতার আগে ও পরেও তিনি জেল খেটেছেন। তাই কাকাবাবুকে স্মরণ করে তাঁর জন্মদিন থেকেই স্বাধীনতা সংক্রান্ত কর্মসূচি শুরু হবে।