মোদীর সফরে প্রতিবাদ বামেরও

কৃষকদের আসলে ‘ভাঁওতা’ দেওয়া হচ্ছে, এই অভিযোগে মোদির সফরের দিনই মেদিনীপুরে বিক্ষোভ করতে চায় সিপিএমের কৃষক সভা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৮ ০৪:২০
Share:

মেদিনীপুরে ‘কৃষক কল্যাণ সমাবেশে’ ১৬ জুলাই আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য ফসলের সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ‘অভিনন্দন’ জানাবে বিজেপি। কৃষকদের আসলে ‘ভাঁওতা’ দেওয়া হচ্ছে, এই অভিযোগে সে দিনই মেদিনীপুরে বিক্ষোভ করতে চায় সিপিএমের কৃষক সভা। সিপিএমের রাজ্য কমিটির বৈঠকের প্রথম দিন বৃহস্পতিবার একাধিক সদস্য এই মর্মে প্রস্তাব দিয়েছেন। সিপিএমের যুক্তি, ফসলের উৎপাদন খরচের দেড় গুণ সহায়ক মূল্য দেওয়ার সুপারিশ করেছিল স্বামীনাথন কমিশন। কিন্তু তা না করে একই হারে সব ফসলের জন্য কিছু টাকা বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। সিপিএম নেতাদের পরিকল্পনা, মোদীর সফরের দিন বিক্ষোভ মিছিল করতে গিয়ে পুলিশের বাধা পেলে সেই ঘটনাকে তৃণমূলের বিরুদ্ধেও ব্যবহার করা যাবে। দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও এ দিন বলেছেন, ‘‘অন্য রাজ্যে কৃষকদের নিয়ে কথা বলার অবস্থা মোদীর নেই! দিদির রাজ্যে আসছেন!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement