CPM

পঞ্চায়েতে নির্দেশিকার ভাবনায় সিপিএম

দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের কথায়, ‘‘পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে গ্রামে গ্রামেই ঠিক হয়ে যায়, কাকে সামনে রেখে কী ভাবে লড়তে হবে। তবু আমরা সতর্ক হয়েই এগোতে চাইছি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ০৬:৪৫
Share:

বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সব দল বা মানুষকে একজোট করার ডাক দিয়েছে সিপিএম। ফাইল চিত্র।

পঞ্চায়েত ভোটের জন্য সাংগঠনিক নির্দেশিকা তৈরি করতে চায় সিপিএম। প্রার্থী কী ভাবে বাছাই করা হবে, আদৌ কারও সঙ্গে কোথাও আসন সমঝোতা করা যাবে কি না, সব বিষয়েই ঠিক করে দেওয়া হতে পারে নির্দেশিকা। সাধারণ ভাবে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সব দল বা মানুষকে একজোট করার ডাক দিয়েছে সিপিএম। গ্রামে গ্রামে পদযাত্রা করে সংগঠনকে ঝালিয়ে নেওয়ার পাশাপাশি এই আহ্বানও জানানো হচ্ছে। তবে দু-একটি জেলার সমবায় নির্বাচনে স্থানীয় স্তরে ‘রামধনু’ জোটের তত্ত্ব সামনে আসায় পঞ্চায়েত ভোটে সতর্ক হয়ে পা ফেলতে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট। পূর্ব মেদিনীপুরের একটি সমবায়ে স্থানীয় ভাবে বিজেপির সঙ্গে সমঝোতা করায় সাংগঠনিক স্তরে কয়েক জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছে সিপিএম। তাদের এখন লক্ষ্য বিজেপির ঝুলিতে চলে যাওয়া ভোট ফিরিয়ে বিরোধী পরিসরে নিজেদের জায়গা বাড়ানো। সিপিএম সূত্রের খবর, আগামী ৭ ও ৮ ডিসেম্বর দলের রাজ্য কমিটির বৈঠকে পঞ্চায়েত ভোটের প্রেক্ষিতে জেলায় জেলায় সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। তার পরে তৈরি হতে পারে নির্দেশিকা। দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের কথায়, ‘‘পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে গ্রামে গ্রামেই ঠিক হয়ে যায়, কাকে সামনে রেখে কী ভাবে লড়তে হবে। তবু আমরা সতর্ক হয়েই এগোতে চাইছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement