জেলায় জেলায় পদযাত্রায় সূর্য, বিমান-শ্যামলেরা

সূর্যবাবু বুধবার এক বিবৃতিতে বলেছেন, রাজ্যবাসীর রুটি-রুজির অধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য এবং রাজ্যের ধর্মনিরপেক্ষতা ও সম্প্রীতি ঐতিহ্য রক্ষার স্বার্থে এই পদযাত্রায় যত বেশি সম্ভব মানুষকে সামিল করার জন্য প্রতিটি বুথে বাম কর্মীদের সক্রিয় হতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৭ ০৩:২৯
Share:

জেলায় জেলায় দলের রাজ্য নেতৃত্বকে সামনে রেখেই পদযাত্রার কর্মসূচি শুরু করছে সিপিএম। বাম গণসংগঠনগুলির যৌথ মঞ্চ বিপিএমও-র আয়োজনে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে জাঠা কর্মসূচি শুরু হচ্ছে ২২ অক্টোবর। ঠিক হয়েছে, পুরুলিয়ায় সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বীরভূমে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, মুর্শিদাবাদে বিপিএমও-র আহ্বায়ক শ্যামল চক্রবর্তী, মালদহে দলের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম এবং কোচবিহারে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী জাঠার সূচনা করবেন। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার মতো ‘সন্ত্রাস কবলিত’ এলাকাতেও এ বার জাঠা যাবে। গড়বেতায় ২৬ তারিখ সূর্যবাবুর থাকার কথা। সূর্যবাবু বুধবার এক বিবৃতিতে বলেছেন, রাজ্যবাসীর রুটি-রুজির অধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য এবং রাজ্যের ধর্মনিরপেক্ষতা ও সম্প্রীতি ঐতিহ্য রক্ষার স্বার্থে এই পদযাত্রায় যত বেশি সম্ভব মানুষকে সামিল করার জন্য প্রতিটি বুথে বাম কর্মীদের সক্রিয় হতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement