হাসপাতালে সুজন চক্রবর্তী। —নিজস্ব চিত্র।
বেশ কিছু দিন ধরেই জ্বরে ভুগছিলেন। সেই অবস্থাতেই চালিয়ে যাচ্ছিলেন কাজ। কিন্তু, বৃহস্পতিবার রক্ত পরীক্ষার রিপোর্ট আসতেই জানা গেল এনএস১ পজিটিভ এসেছে সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর। তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। বৃহস্পতিবার বিকালে তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
আরও পড়ুন
বৃষ্টিজলে বিপদ ডেঙ্গির
জ্বরে কাবু সুজনবাবু দলের কাজেই রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন। চিকিৎসকেরা তাঁকে রক্ত পরীক্ষার পরামর্শ দেন। আসন্ন উদ্বাস্তু সমাবেশ নিয়ে বুধবার কলকাতায় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সুজন। সেই সময় অসুস্থ বোধ করা বাড়ি চলে যান। বৃহস্পতিবার তাঁর রক্তের রিপোর্ট আসে। সেখানে দেখা যায়, সুজনবাবুর রক্তে অনুচক্রিকার পরিমাণ নির্ধারিত সীমার থেকে অনেক কম। তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর ওই সদস্যকে।