মহারানি কোঙার। —ফাইল চিত্র।
সিপিএম নেত্রী মহারানি কোঙার প্রয়াত। ৯০ বছর বয়স হয়েছিল তাঁর। শুক্রবার বর্ধমানের বাসভবনে মারা গিয়েছেন প্রয়াত বাম নেতা বিনয় কোঙারের স্ত্রী। তাঁর দেহ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে।
মহারানি তিন বার বর্ধমানের মেমারি কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। বার বার মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন কৃষক নেতা বিনয়। অন্য দিকে, মহারানি ছিলেন মৃদুভাষী। তিনি প্রয়াত স্বাধীনতা সংগ্রামী এবং কিংবদন্তী কমিউনিস্ট নেতা হরেকৃষ্ণ কোঙারের পরিবারের সদস্য।
সিপিএম সূত্রে জানা গিয়েছে, মহারানি ১৯৩৩ সালের ২৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সালে তিনি অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলেন। মেমারি এলাকায় বামেদের সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে, বিশেষ করে মহিলাদের কাছে দলকে পৌঁছে দেওয়ার বিষয়ে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। ১৯৬৪ সালে পার্টি ভাগ হওয়ার পরে তিনি সিপিএমে যোগ দিয়েছিলেন।