কমিউনিস্ট পার্টিতে নাম লিখিয়েছেন কিন্তু অনেকে এখনও জানেন না, দলটা কেন করছেন! সংগঠন গড়ে তোলার রাজনৈতিক বোধও তেমন পোক্ত নয় বহু অংশের। এমতাবস্থায় দলের সদস্য এবং সহায়ক গ্রুপের কর্মীদের রাজনৈতিক মান উন্নত করার লক্ষ্যে আগামী ১৯ মার্চ রাজ্য থেকে শাখা স্তর পর্যন্ত পাঠচক্রের আয়োজন করছে সিপিএম। পার্টি ক্লাস সিপিএমে হয়েই থাকে। কিন্তু একই দিনে গোটা রাজ্যে এমন পাঠচক্র অভিনব বলেই দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের মত। কী বিষয়ে পাঠচক্রে চর্চা হবে, তার জন্য নোট তৈরি করে নানা স্তরে ইতিমধ্যেই কর্মশালা সেরে নেওয়া হয়েছে। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যেরাও সে দিন কোনও না কোনও পাঠচক্রে হাজির থাকবেন।