CPM

আসানসোলে বাম প্রার্থী পার্থ, বালিগঞ্জে সায়রা

এ বার নিজেই প্রার্থী হয়ে সায়রার বক্তব্য, বারবার দল বদল করা এবং ভোটারদের ছেড়ে যাওয়ার ‘নীতিহীন রাজনীতি’র বিরুদ্ধে তিনি মানুষের সমর্থন চাইবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ০৮:২৫
Share:

পার্থ মুখোপাধ্যায় এবং সায়রা শাহ হালিম ফাইল চিত্র।

রাজ্যে লোকসভা ও বিধানসভার দু’টি কেন্দ্রের জোড়া উপনির্বাচনে নতুন মুখকেই ময়দানে এগিয়ে দিল সিপিএম। কলকাতার বালিগঞ্জ বিধানসভা আসনে সিপিএমের প্রার্থী হচ্ছেন সায়রা শাহ হালিম। আর আসানসোল লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী প্রাক্তন ছাত্র-নেতা পার্থ মুখোপাধ্যায়। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বুধবার দুই প্রার্থীর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন।

Advertisement

কর্পোরেটের চাকরি ছেড়ে পুরোদস্তুর রাজনীতির ময়দানে আসতে চাওয়া সায়রা রাজ্য বিধানসভার প্রয়াত প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিমের পুত্রবধূ এবং অভিনেতা নাসিরুদ্দিন শাহের ভাইঝি। গত বছর বিধানসভা ভোটে বালিগঞ্জে সিপিএমের চিকিৎসক-নেতা ফুয়াদ হালিম যখন সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন, ফুয়াদের প্রচারে দেখা গিয়েছিল তাঁর স্ত্রী সায়রাকে। এ বার নিজেই প্রার্থী হয়ে সায়রার বক্তব্য, বারবার দল বদল করা এবং ভোটারদের ছেড়ে যাওয়ার ‘নীতিহীন রাজনীতি’র বিরুদ্ধে তিনি মানুষের সমর্থন চাইবেন। সায়রা যেমন রাজনীতির ময়দানে নতুন, আসানসোলের পার্থ অবশ্য ছিলেন ছাত্র রাজনীতিতে পরিচিত মুখ। ছাত্র সংগঠনের পাট চুকে যাওয়ার পরে বর্ধমানের শিল্পাঞ্চলই দলের হয়ে তাঁর কাজের ক্ষেত্র। বাবুল সুপ্রিয়ের ছেড়ে যাওয়া কেন্দ্রে তাঁকেই সামনে রেখে লড়তে চাইছে সিপিএম। আর বালিগঞ্জে বাবুলের বিরুদ্ধে লড়বেন সায়রা।

গত বছর বিধানসভা ভোটে জোট থাকায় সিপিএম প্রার্থী ফুয়াদের পাশেই ছিল কংগ্রেস। এ বার উপনির্পবাচনে অবশ্য বালিগঞ্জ ও আসানসোল, দুই কেন্দ্রেই কংগ্রেস প্রার্থী দিতে চায় বলে দলীয় সূত্রের খবর। তবে প্রার্থীদের নাম এখনও চূড়ান্ত হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement