—প্রতিনিধিত্বমূলক ছবি।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল সিপিএম। বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারের কাছে বাংলাদেশের সংশ্লিষ্ট পদাধিকারীদের সঙ্গে কথা বলার জন্যও দাবি জানিয়েছে সিপিএমের পলিব্যুরো। বিবৃতি প্রকাশ করে রবিবার পলিটব্যুরোর অভিযোগ, শেখ হাসিনা সরকারের পতনের ফলে বিশৃঙ্খলার সুযোগে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তিগুলির আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে উঠছে সংখ্যালঘু সম্প্রদায়। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তিকালীন সরকারকে দ্রুত ও কঠোর পদক্ষেপ করতে হবে বলেও দাবি করেছে সিপিএম।