ফাইল চিত্র।
অভিযুক্ত মন্ত্রী-সাংসদদের ইস্তফার দাবিতে সরকার এখনও কর্ণপাত করেনি। নারদ-বিদ্ধ মন্ত্রীদের তাই বিধানসভায় বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বিরোধী কংগ্রেস ও বামফ্রন্ট। অভিযুক্ত মন্ত্রীরা নিয়মিতই বিধানসভায় আসছেন। কিন্তু তাঁদের কাছে কোনও প্রশ্নের উত্তর শুনবেন না বলে ঠিক করেছেন কংগ্রেস ও বাম বিধায়কেরা।
বিরোধীদের এই কৌশলের প্রথম প্রতিফলন দেখা গেল বুধবার। পরিবহণ দফতর নিয়ে প্রশ্ন ছিল কংগ্রেস বিধায়ক অসিত মিত্রের। উত্তর দিতে বিধানসভায় উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু স্পিকার প্রশ্নকর্তা হিসাবে অসিতবাবুর নাম ঘোষণা করতেই তিনি দাঁড়িয়ে নারদ-কাণ্ডের প্রসঙ্গ তোলেন। সঙ্গে সঙ্গেই উত্তপ্ত হয় বিধানসভা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অসিতবাবুর উদ্দেশে বলেন, ‘‘এই সব অপ্রাসঙ্গিক কথা বলবেন না!’’ শুভেন্দুবাবুও প্রতিবাদ করেন। তৃণমূলের অন্য বিধায়কেরা প্রতিবাদ জানান। কিন্তু বিরোধীরা শুভেন্দুবাবুকে আর প্রশ্ন করেননি।
স্পিকারের অনুমতি নিয়ে পরিবহণমন্ত্রী উত্থাপিত প্রশ্নের উত্তর দিয়ে দেন। অতিরিক্ত প্রশ্নের সময়ে বিরোধী বিধায়কেরা পরিবহণ মন্ত্রীর কাছে কিছু জানতে চাননি। শাসক দলের বিধায়কদেরই প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন, ‘‘নৈতিকতা দেখিয়ে সরকার অভিযুক্ত মন্ত্রীদের পদত্যাগ করায়নি। তাই অভিযুক্ত মন্ত্রীদের কেউ উত্তর দিতে গেলে আমরা বলব, আমরা তাঁর কথা শুনব না!’’