গৌতমের বাড়ির কাছে আক্রান্ত সিপিএম

বিকেলে-সন্ধ্যায় মহানগরের বুকে বাম মিছিল রক্তাক্ত হল পুলিশের লাঠিতে। আর বৃহস্পতিবার রাতে সল্টলেকে মোটরবাইক আরোহী দুষ্কৃতীদের হামলার মুখে পড়লেন এক দল সিপিএম-কর্মী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৫ ০৩:৫৫
Share:

সল্টলেকের পুর ভোট সংক্রান্ত সাংবাদিক বৈঠকে বাম নেতা গৌতম দেব। বৃহস্পতিবার। —নিজস্ব চিত্র।

বিকেলে-সন্ধ্যায় মহানগরের বুকে বাম মিছিল রক্তাক্ত হল পুলিশের লাঠিতে। আর বৃহস্পতিবার রাতে সল্টলেকে মোটরবাইক আরোহী দুষ্কৃতীদের হামলার মুখে পড়লেন এক দল সিপিএম-কর্মী। পুলিশি সূত্রের খবর, রাতে সাড়ে ১২টা নাগাদ সল্টলেকের এফ-সি ব্লকে। ঘটনাস্থলের খুব কাছেই প্রাক্তন আবাসনমন্ত্রী গৌতম দেবের বাড়ি। দুষ্কৃতীদের হামলায় গৌতমবাবুর ছেলে সপ্তর্ষি-সহ কয়েক জন আহত হয়েছেন। সিপিএম-কর্মীরা দু’টি মোটরবাইককে আটক করলেও দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে। রাতেই বিধাননগর (দক্ষিণ) থানায় অভিযোগ দায়ের করে সিপিএম। তবে কোনও গ্রেফতারের খবর নেই।

Advertisement

এ দিন দুপুরেই সাংবাদিক বৈঠক ডেকে গৌতমবাবু অভিযোগ করেছিলেন, পুর নিগমের নির্বাচন উপলক্ষে সল্টলেকে মোটরবাইক আরোহী দুষ্কৃতীদের ঢোকাচ্ছে শাসক দল। রাতে হামলার পরে সিপিএম নেতারা অভিযোগ করেন, তাঁদের কর্মীদের উপরে ওই হামলার সঙ্গে শাসক দলের যোগসাজশ রয়েছে। গৌতমবাবুর অভিযোগ যে সত্যি, এটা তারও প্রমাণ বলে সিপিএমের দাবি। এ ব্যাপারে রাতে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement