Indian Oil Corporation

CPI: বাড়ছে গ্যাসের দাম, প্রতিবাদে সিপিআই

ঢাকুরিয়ায় ইন্ডিয়ান অয়েল ভবনের সামনে বিক্ষোভ-সভায় বক্তা ছিলেন সিপিআইয়ের কলকাতা জেলা সম্পাদক প্রবীর দেব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ০৫:৪৪
Share:

সিপিআইয়ের প্রতিবাদ। ঢাকুরিয়ায়

রান্নার গ্যাসের দাম ফের ৫০ টাকা বেড়ে যাওয়ার প্রতিবাদে পথে নামল সিপিআই। কেন্দ্রীয় সরকার অন্যায় ভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে চলেছে, এই অভিযোগকে সামনে রেখে বৃহস্পতিবার দলের ঢাকুরিয়া আঞ্চলিক পরিষদের উদ্যোগে প্রতিবাদ মিছিল করল তারা। মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআইয়ের বর্ষীয়ান কাউন্সিলর এবং কলকাতা পুরসভার অ্যাকাউন্টস কমিটির চেয়ারপার্সন মধুছন্দা দেব, ছিলেন মিলন মিত্র, সঞ্চিতা মণ্ডল, গোপাল চক্রবর্তীরা। পরে ঢাকুরিয়ায় ইন্ডিয়ান অয়েল ভবনের সামনে বিক্ষোভ-সভায় বক্তা ছিলেন সিপিআইয়ের কলকাতা জেলা সম্পাদক প্রবীর দেব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement