CPIM

‘একুশের ডাক, মানুষের দাবি’

সমাজের বিভিন্ন অংশের মানুষের মতামতের ভিত্তিতে কোম্পানি রাজ ও মোদী-রাজের বিরুদ্ধে, কৃষকের পক্ষে ও গণতন্ত্রের পক্ষে দাবিসনদ তৈরি করল সিপিআই (এম-এল) লিবারেশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১ ০৮:৪৩
Share:

নাগরিক কনভেনশন মৌলালি যুব কেন্দ্রে। নিজস্ব চিত্র।

নির্বাচনে বিভিন্ন দলের ইস্তাহার থাকেই। এ বার সমাজের বিভিন্ন অংশের মানুষের মতামতের ভিত্তিতে কোম্পানি রাজ ও মোদী-রাজের বিরুদ্ধে, কৃষকের পক্ষে ও গণতন্ত্রের পক্ষে দাবিসনদ তৈরি করল সিপিআই (এম-এল) লিবারেশন। মৌলালি যুব কেন্দ্রে সোমবার ‘একুশের ডাক, মানুষের দাবি’ শীর্ষক নাগরিক কনভেনশনের মাধ্যমে ওই দাবিসনদ প্রকাশ করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই কনভেনশনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন কুমার রানা। আসন্ন নির্বাচনে মানুষের দাবিকে সামনে তুলে আনার প্রয়োজনীয়তার কথা বলেন লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। আলোচনায় অংশগ্রহণ করেন মেরুনা মুর্মু, অলিক চক্রবর্তী, নব দত্ত, হাফিজ আলম সাইরানি, পল্লব কীর্তনিয়া, কপিলকৃষ্ণ ঠাকুর, মৌসুমী ভৌমিক, অনুরাধা দেব, সুজাত ভদ্র, শরদিন্দু উদ্দীপন, অশোক বিশ্বনাথন প্রমুখ। আগামী ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিনে রানি রাসমনি অ্যাভিনিউয়ে গণ-সমাবেশের ডাক দেওয়া হয়েছে কনভেনশন থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement