সিবিআই হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। ফাইল চিত্র।
স্বাস্থ্যপরীক্ষা করানোর পর আলিপুর কমান্ড হাসপাতাল থেকে অনুব্রতকে নিজাম প্যালেসে (যেখানে সিবিআই দফতর রয়েছে) আনা হল।
আলিপুর কমান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করানো হল অনুব্রতের। নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূল নেতাকে।
স্বাস্থ্যপরীক্ষা করাতে অনুব্রতকে আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে যাচ্ছে সিবিআই।
সোমবার অনুব্রতের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা বলেন, ‘‘উনি জেনেছেন যে, দলনেত্রী ওঁকে সমর্থন করেছেন। তাতে ওঁর আত্মবিশ্বাস বেড়েছে। উনি বলেছেন, আমি জানতাম দিদি আমার পাশে এসে দাঁড়াবেন। আমাকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে। আমার সঙ্গে কোনও ভাবে এই ঘটনার যোগ নেই।’’ প্রসঙ্গত, রবিবার বেহালায় এক অনুষ্ঠানে গিয়ে অনুব্রতের পাশে থাকার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।