নিজস্ব চিত্র।
কমান্ড হাসপাতাল থেকে বেরিয়ে নিজাম প্যালেসে পৌঁছলেন অনুব্রত। সেখানে চলবে জেরা। কমান্ড হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসকরা জানিয়েছেন, অনুব্রতকে হাসপাতালে ভর্তি রাখার প্রয়োজন নেই।
কমান্ড হাসপাতাল থেকে বার করা হল অনুব্রত মণ্ডলকে। সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে নিজাম প্যালেসে। চলবে জেরা।
স্বাস্থ্যপরীক্ষার পর আবার অনুব্রত মণ্ডলকে জেরা করবে সিবিআই। এমনটাই জানা গিয়েছে। কী কী প্রশ্ন করা হবে, তাও তৈরি করে রেখেছেন তদন্তকারী আধিকারিকরা।
বৃহস্পতিবার আদালতে অনুব্রত জানিয়েছিলেন, তাঁর ফিশচুলার সমস্যা রয়েছে। শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে। সে কারণেই মেডিক্যাল বোর্ডে রয়েছেন এক জন শল্যচিকিৎসক, যিনি ফিশচুলার অবস্থা খতিয়ে দেখবেন। শ্বাসকষ্টের বিষয়টি খতিয়ে দেখার জন্য বোর্ডে রয়েছেন এক জন কার্ডিওলজিস্ট। আগের সব রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে।
৫০ মিনিটেরও বেশি সময় ধরে কমান্ড হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা চলছে অনুব্রতের। আগে যে সব শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে, সেসব খতিয়ে দেখছেন তিন সদস্যের মেডিকেল বোর্ড। ওই বোর্ডে রয়েছেন শল্যচিকিৎসা বিভাগ, মেডিসিন এবং কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞরা।
আলিপুর কমান্ড হাসপাতালে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্যপরীক্ষা করানো হচ্ছে। নিজাম প্যালেস থেকে তাঁকে হাসপাতালে আনে সিবিআই।
স্বাস্থ্যপরীক্ষা করাতে নিজাম প্যালেস থেকে আলিপুরে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হল বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। হাসপাতালে ঢোকার সময় কোনও কথা বলেননি অনুব্রত।
গরুপাচার-কাণ্ডে গ্রেফতারের পর বর্তমানে ১০ দিনের সিবিআই হেফাজতে রয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি।