COVID-19

জলপাইগুড়ি সদর হাসপাতালে টিকার লাইনে ভিড়, অনেকক্ষণ টিকা না পেয়ে বিক্ষোভ

সূত্রের খবর, টিকা নেওয়ার লাইনে অনেক বয়স্ক মহিলাও ছিলেন। প্রায় ৫ ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরে অধৈর্য হয়ে বিক্ষোভ দেখান কেউ কেউ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২১ ১৭:৫১
Share:

টিকার লাইনে বিক্ষোভ। নিজস্ব চিত্র।

সকাল থেকেই টিকা নেওয়ার জন্য লম্বা লাইন পড়েছিল জলপাইগুড়ি সদর হাসপাতালে। লাইনে দাঁড়িয়ে ছিলেন অনেক বয়স্ক মানুষ। ধৈর্য ধরেই লাইনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। কিন্তু একটা সময়ের পরে বিশৃঙ্খলা তৈরি হল। দেরি হওয়ায় বিক্ষোভ দেখালেন উপস্থিত জনতা।

Advertisement

সূত্রের খবর, টিকা নেওয়ার লাইনে অনেক বয়স্ক মহিলাও ছিলেন। প্রায় ৫ ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরে অধৈর্য হয়ে বিক্ষোভ দেখান কেউ কেউ। বয়স্কদের মধ্যে উত্তেজনা কম হলেও মাঝবয়সিদের অনেকে অস্থির হয়ে বিক্ষোভ দেখান বলেই জানা গিয়েছে।

সেখানে উপস্থিত রীতা ঘোষ, স্বপ্না ঘোষরা জানান, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন তাঁরা। তাঁদের অসুবিধা নেই। কেউ কেউ গন্ডগোল করছেন। কিন্তু তাঁরা লাইনেই থাকবেন ও টিকা নিয়ে তবেই বাড়ি যাবেন বলে জানিয়েছেন।

Advertisement

লাইনে বিশৃঙ্খলার প্রসঙ্গে জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার গয়ারাম নস্কর বলেন, ‘‘বয়স্কদের জন্য আগেই ব্যবস্থা করা হয়েছিল। সেই সময় তাঁরা টিকা নিলে এই ঝক্কি পোহাতে হত না। আগামী মাসের ১ তারিখ থেকে ১৮ বছর বয়স থেকে টিকা দেওয়া শুরু হবে। সেই সময় আরও ভিড় হবে। তাই টিকাকরণ কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement