অসিত হালদার —নিজস্ব সংবাদদাতা
করোনায় আক্রান্ত পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসিত হালদার। শুক্রবার তাঁর কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে। আপাতত তিনি বাড়িতে নিভৃতবাসে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
আগামী ২ মে, রবিবার ভোট গণনাকেন্দ্রে প্রার্থী-সহ দলীয় এজেন্টদের প্রবেশের ক্ষেত্রে কোভিড রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ হলে তবেই মিলবে ছাড়পত্র। কমিশনের নির্দেশ মতো শুক্রবার পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে করোনা পরীক্ষা করার জন্য গিয়েছিলেন অসিত। তাঁর সঙ্গে স্থানীয় ৩৫ জন বিজেপি কর্মীও করোনা পরীক্ষা করান। ওই ৩৬ জনের মধ্যে প্রার্থী-সহ ১৬ জনেরই র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
প্রার্থীর রিপোর্ট পজিটিভ আসায় ভোট গণনাকেন্দ্রে তাঁর আর থাকা হবে না। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন বিজেপি প্রার্থী। তাঁর পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা বিজেপি কর্মীরা শনিবার করোনা পরীক্ষা করাবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।