নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনা। — ফাইল চিত্র
করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। মস্কোর তৈরি দেড় লক্ষ করোনা টিকা স্পুটনিক ভি-র নিয়ে হায়দরাবাদের উদ্দেশে রওনা দিয়েছে বিমান। মনে করা হচ্ছে, শনিবারের পর ভারতে পৌঁছে যাবে স্পুটনিক ভি-র প্রথম দফার ওই প্রতিষেধক। সব মিলিয়ে চলতি মাসে করোনার মোট ৩ টিকা ভারতে পৌঁছানোর কথা।
বিশেষজ্ঞদের দাবি, করোনার বিরুদ্ধে স্পুটনিক ভি-র কার্যকারিতা (এফিকেসি রেট) ফাইজার এবং মডার্নার টিকার মতো ৯০ শতাংশের বেশি। সে দিকে তাকিয়েই মস্কো থেকে নয়াদিল্লি ওই টিকা আমদানি করছে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, জুনের মধ্যে রাশিয়া থেকে স্পুটনিক ভি-র ৫০ লক্ষ টিকা পৌঁছানোর কথা। এ ছাড়া, জুলাইয়ের মধ্যে আসার কথা ওই টিকার আরও ১ কোটি ডোজ।
স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত ২৮ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দীর্ঘ আলোচনার পরই এই সিদ্ধান্ত নিয়েছে মস্কো। দু’পক্ষের তরফেই জানানো হয়েছে, দু’জনের আলোচনা ছিল ‘উষ্ণ’।