রাজ্যের করোনা চিত্র
রাজ্যে ও কলকাতায় ফের বাড়ল করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭২৩ জন, আগের ২৪ ঘণ্টায় সেই সংখ্যাটি ছিল ৬৭০। সংক্রমণ বেড়েছে কলকাতাতেও। কলকাতায় দৈনিক সংক্রমণ দাঁড়িয়েছে ২০৫-এ, আগের ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ ছিল ১৮১। বেড়েছে সংক্রমণের হারও। রাজ্যে সংক্রমণের হার দাঁড়িয়েছে ২.৪০ শতাংশে।
রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯৮ হাজার ৪৮৮ জন। রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৫ লক্ষ ৭১ হাজার ২৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭৪ জন। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯৬৭ জন। সংখ্যাটা কমেছে সামান্য। দৈনিক করোনা পরীক্ষার পরিমাণ মোটের উপর একই অঙ্কে দাঁড়িয়ে আছে।
জেলা ভিত্তিক পরিসংখ্যান দেখলে দেখা যাবে, সংক্রমণের তালিকার শীর্ষে রয়েছে কলকাতা। শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্তের সংখ্যা ২০৫। তালিকায় এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৪৬। এর পরেই তালিকায় রয়েছে হুগলি (৫৩), হাওড়া (৪৮), দক্ষিণ ২৪ পরগনা (৩৭)। উল্লেখযোগ্য ভাবে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে নদিয়ায়। শেষ ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ৩৭।
কেন্দ্রীয় সরকারের তথ্য অনুসারে শেষ ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে করোনা টিকাকরণ। শেষ ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ৫৬ হাজার ৯৭৬ জন। রাজ্যে এখন মোট টিকা প্রাপ্তের সংখ্যা ৮ কোটি ৭ লক্ষ ১ হাজার ২৯৮ জন।