নন্দীগ্রাম মামলায় ফের জেল হেফাজত তপন-সুকুরের

নন্দীগ্রামে খুনের জন্য অপহরণ মামলায় ফের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ হল গড়বেতার সিপিএম নেতা তপন ঘোষ, সুকুর আলি-সহ নয় জন নেতা-কর্মীর। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের (তৃতীয়) এজলাসে শুনানির সময় তপন-সুকুর-সহ ন’জনকে ওই মামলায় ফের যুক্ত করার বিরুদ্ধে সওয়াল করেন তাঁদের আইনজীবীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ১৯:০২
Share:

তমলুক জেলা আদালতের বাইরে তপন ঘোষ ও সুকুর আলি। ছবি: পার্থপ্রতিম দাস।

নন্দীগ্রামে খুনের জন্য অপহরণ মামলায় ফের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ হল গড়বেতার সিপিএম নেতা তপন ঘোষ, সুকুর আলি-সহ নয় জন নেতা-কর্মীর। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের (তৃতীয়) এজলাসে শুনানির সময় তপন-সুকুর-সহ ন’জনকে ওই মামলায় ফের যুক্ত করার বিরুদ্ধে সওয়াল করেন তাঁদের আইনজীবীরা।

Advertisement

এ দিন উভয় পক্ষের বক্তব্য শোনার পরে পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সুজয় সেনগুপ্ত ওই মামলায় অভিযুক্ত তপন-সুকুর সহ ন’জনকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এরই সঙ্গে আগামী ৫ অগস্ট মামলার চার্জ গঠনের দিন ধার্য করেছেন তিনি।

সিপিএমের নন্দীগ্রাম ‘পুনর্দখল’ পর্বে ২০০৭-এর ১০ নভেম্বর গোকুলনগরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সমর্থকদের মিছিলে হামলার পরে, আহতদের গাড়িতে চাপিয়ে অপহরণের অভিযোগ রয়েছে তপন-সুকুরদের বিরুদ্ধে। সোনাচূঁড়ার কল্পনা মুনিয়ান, যাদব পাল, ভিকেন গায়েনকে গুরুতর জখম অবস্থায় পশ্চিম মেদিনীপুরের দিকে নিয়ে যাওয়ার পথে, এগরা শহরের কাছে স্থানীয় লোকজন গাড়ি আটকায়। আহতদের উদ্ধার করে সিপিএম নেতা-কর্মীদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এর পর তপন-সুকুর-সহ ১৪ জনকে গ্রেফতার করে এগরা থানার পুলিশ। খুনের জন্য অপহরণ-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। পরে তদন্তভার নেয় সিআইডি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement