COVID 19

Covid 19: রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু বাড়ল, উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত ১০০ ছুঁইছুঁই

কোনও জেলাতেই এক হাজারের উপর সক্রিয় রোগী নেই, দার্জিলিং ছাড়া। শনিবারের হিসাব অনুসারে শৈল শহরে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩১।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ২১:৩২
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

রাজ্যে ফের বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪৯ জন। আগের ২৪ ঘণ্টায় এই আক্রান্তের সংখ্যা ছিল ৭১৭। একই সময়ে বেড়েছে দৈনিক মৃতের সংখ্যাও। আগের থেকে বেশ কিছুটা বেড়ে মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ১৫-তে। দৈনিক সংক্রমণের বিচারে ফের ১০০ ছোঁয়ার মুখে রয়েছে উত্তর ২৪ পরগনা। শেষ ২৪ ঘণ্টায় এই জেলায় আক্রান্ত হয়েছেন ৯৭ জন।

Advertisement

স্বাস্থ্য দফতরের দেওয়া শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৫ লক্ষ ৩৩ হাজার ১২৮-এ। শেষ ২৪ ঘণ্টায় করোনার পরীক্ষা করা হয়েছে মোট ৪৫ হাজার ৭০১ জনের। সংক্রমণের হার সামান্য কমে এসে দাঁড়িয়েছে ১.৫৭ শতাংশে। কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। রাজ্যে এখন করোনার সক্রিয় রোগী রয়েছেন ১০ হাজার ৫৮৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন মোট ৭৯১ জন।

জেলায় সংক্রমণের চেহারাও কিছুটা একই আছে। তালিকার শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। শুক্রবার দ্বিতীয় স্থানে কলকাতা থাকলেও শনিবার উঠে এসেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি। সেখানে নতুন করে ৭৬ জনের শরীরে করোনা সংক্রমণের প্রমাণ মিলেছে। তার পরেই রয়েছে কলকাতা (৬৬) ও দক্ষিণ ২৪ পরগনা (৬২)। উত্তরবঙ্গের করোনা সংক্রমণের চেহারা এখনও যথেষ্ট উদ্বেগের। দার্জিলিং জেলায় শেষ ২৪ ঘণ্টায় ৫৭ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। উদ্বেগ রয়েছে দার্জিলিঙের সক্রিয় রোগীর সংখ্যা নিয়েও। উত্তর ২৪ পরগনায় সক্রিয় রোগীর সংখ্যা সর্বোচ্চ (১২৬৯)। তা ছাড়া আর কোনও জেলাতেই সক্রিয় রোগী এক হাজারের উপর নেই, দার্জিলিং ছাড়া। শনিবারের হিসাব অনুসারে শৈল শহরে সক্রিয় আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ৩১-এ।

Advertisement

নানা মহল থেকে রাজ্যে টিকার সংকটের কথা উঠে এসেছে, তবু শেষ ২৪ ঘণ্টায় তেমন কমেনি রাজ্যে টিকাকরণের হার। এই সময়ের মধ্যে টিকা পেয়েছেন মোট ৩ লক্ষ ৯৭ হাজার ৪২ জন। রাজ্যে মোট টিকাপ্রাপ্তের সংখ্যা পৌঁছেছে ৩ কোটি ১৭ লক্ষ ৭৫ হাজার ৪২৬-এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement