COVID 19

Covid 19: রাজ্যে দৈনিক সংক্রমণ কমলেও কমল না সংক্রমণের হার, শীর্ষে উত্তর ২৪ পরগনা

কালিংপঙের সংক্রমণ বেড়েছে প্রায় চারগুণ। আগের ২৪ ঘণ্টায় যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১২, সেটিই বেড়ে দাঁড়িয়েছে ৪৭-এ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ২১:৩২
Share:

রাজ্যের করোনা চিত্র

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে অনেকটাই কমল করোনার দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবার দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ৮১২, শুক্রবার তা কমে হল ৭১৭। তবে সংক্রমণ কমলেও কমেনি সংক্রমণের হার। সামান্য বেড়ে শেষ ২৪ ঘণ্টায় সংক্রমণের হার দাঁড়াল ১.৭০ শতাংশে। কিছুটা কমেছে দৈনিক করোনায় মৃতের সংখ্যা। বৃহস্পতিবার সংখ্যাটি ছিল ১৩, তা কমে হয়েছে নয়।

শুক্রবারের হিসাব ধরলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৫ লক্ষ ৩২ হাজার ৩৭৯-তে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ৩ হাজার ৩৫৩ জন। করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২০২।

Advertisement

জেলা ভিত্তিক সংক্রমণের বিচারে এখনও তালিকার শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। শেষ ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন করে ৮৬ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে কলকাতা। শেষ ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১-এ। উত্তরবঙ্গে শেষ ২৪ ঘণ্টায় সামান্য কমেছে করোনার দাপট। যদিও সামগ্রিক ভাবে এ কথা বলা চলে না, কারণ দার্জিলিঙে সংক্রমণ কমলেও তা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে কালিম্পঙে।

শেষ ২৪ ঘণ্টায় দার্জিলিঙে মোট ৫৪ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। আগের ২৪ ঘণ্টায় সেই সংখ্যাটি ছিল ৭৫। অন্য দিকে কালিম্পঙের সংক্রমণ বেড়েছে প্রায় চারগুণ। আগের ২৪ ঘণ্টায় যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১২, সেটিই বেড়ে দাঁড়িয়েছে ৪৭-এ। স্বাভাবিক ভাবে উত্তরবঙ্গের এই ছোট জেলাটি নিয়ে বেড়েছে উদ্বেগ।

আশার কথা, রাজ্যে ফের চার লক্ষের বেশি টিকাকরণ হয়েছে শেষ ২৪ ঘণ্টায়। এই সময়ের মধ্যে করোনার টিকা পেয়েছেন ৪ লক্ষ ৬ হাজার ৯৪৭ জন। এর ফলে রাজ্যে মোট টিকাপ্রাপ্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৩ লক্ষ ৭৮ হাজার ৩৮৪-তে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement