গ্রাফিক: তিয়াসা দাস।
দৈনিক সংক্রমণের হার কমতে শুরু করায় মনে করা হয়েছিল এ বার ধীরে ধীরে করোনা সংক্রমণ তলানিতে এসে ঠেকবে। কিন্তু পরিসংখ্যান তা বলছে না। বরং সামান্য কমেই সংক্রমণের নিম্নগতি থেমে গিয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৯২৬ জন নতুন করোনা রোগীর সন্ধান মিলেছে। নতুন করে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৩৬ জন। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১ জনের। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে ৫ লক্ষ ৫৯ হাজার ৯৯-এ। তার মধ্যে এখনও সক্রিয় রোগীর সংখ্যা ৮ হাজার ২৪৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৯ হাজার ৯০২ জনের। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন রাজ্যের ৫ লক্ষ ৪০ হাজার ৯৫২ জন।
আক্রান্তের নিরিখে সর্বোচ্চ স্থানে রয়েছে কলকাতা। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ১০৪ জন। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৮ হাজার ৫৬৪। কলকাতায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পেরিয়ে গিয়েছে তিন হাজার। অন্য দিকে উত্তর ২৪ পরগনায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ২ হাজার ৩৮৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
প্রতিদিন যত সংখ্যক মানুষের কোভিড পরীক্ষা হয় এবং তার মধ্যে প্রতি ১০০ জনে যত জনের রিপোর্ট পজিটিভ আসে, তাকে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলে। শুক্রবার সংক্রমণের হার দাঁড়িয়েছে ২.৫৬ শতাংশে।
আরও পড়ুন: করোনা পরীক্ষায় নেগেটিভ লন্ডন ফেরত সহযাত্রীরা
আরও পড়ুন: জেলায় জেলায় শুরু কোভিড টিকার ড্রাই রান