Coronavirus

স্বাস্থ্য যাচাই হাইকোর্টেও

আদালতে ঢোকার আগে শারীরিক পরীক্ষা করা হবে বিচারপতিদেরও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২০ ০৩:১১
Share:

ফাইল চিত্র।

করোনা সংক্রমণ এড়াতে আদালতে ভিড় কমাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট প্রশাসন। জরুরি প্রয়োজনে আজ, মঙ্গলবার যে-সব মামলার শুনানি হবে, তাতে যোগ দেওয়ার আগে আইনজীবী, বিচারপ্রার্থীদের ‘থার্মাল গান’ দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তবেই হাইকোর্টে ঢোকানো হবে বলে প্রশাসনিক সূত্রের খবর। আদালতে ঢোকার আগে শারীরিক পরীক্ষা করা হবে বিচারপতিদেরও।

Advertisement

হাইকোর্টের ‘এ’, ‘বি’ এবং ‘ই’ গেট দিয়ে আজ সকলকে ঢুকতে বলা হয়েছে। হাইকোর্টের মেডিক্যাল ইউনিটের দায়িত্বে থাকা চিকিৎসকেরা থার্মাল গানের সাহায্যে সকলকে পরীক্ষা করবেন। হাইকোর্টের মেডিক্যাল ইউনিটে রয়েছেন তিন জন চিকিৎসক। তাঁরা তিনটি প্রবেশপথের দায়িত্ব সামলাবেন। আইনজীবীদের একাংশের প্রশ্ন, তিনটি প্রবেশপথই হাইকোর্টের পুরনো বাড়িতে। লাগোয়া অ্যানেক্স বিল্ডিংয়েও কিছু এজলাস রয়েছে। সেই বাড়ির দু’টি প্রবেশপথে কারা স্বাস্থ্য পরীক্ষা কারা করবেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement