প্রতীকী ছবি।
আগামী ১ জুলাই থেকে মেট্রো চললে রাজ্যের আপত্তি নেই বলে শুক্রবার নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দূরত্ব বিধি মেনে এ দিন মেট্রো চালানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বাসের মতোই সব আসনে যাত্রী নিয়ে মেট্রো চালানোর পরামর্শ দিয়েছেন তিনি। তবে এ-ও বলেছেন, অহেতুক তাড়াহুড়ো যেন না করা হয়।
মেট্রো কর্তৃপক্ষের দাবি, রেল বোর্ডের নির্দেশ পেলেই মেট্রো পরিষেবা শুরু করা হবে। তাঁরা প্রস্তুত। তবে রেল বোর্ডের সম্মতির জন্য রাজ্য সরকারকে চিঠি দিয়ে বিষয়টি জানাতে হবে। এ প্রসঙ্গে রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ যাদব বলেন, ‘‘পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে মেট্রো রেল চালানোর প্রশ্নে এখনও কোনও প্রস্তাব আসেনি। প্রস্তাব যদি আসে তাহলে তা কী মর্মে এসেছে তার ভিত্তিতে রাজ্যের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’’ তবে নবান্ন সূত্রের খবর, মেট্রো সচল করা নিয়ে আগামী সোমবার আলোচনায় বসতে পারে রাজ্য প্রশাসন। সে দিনই মেট্রো নিয়ে রাজ্যের আগ্রহের বিষয়টি রেলবোর্ডকে জানানো হতে পারে।
আরও পড়ুন: আমপানের ক্ষতিপূরণ তালিকায় ৮০% ভুয়ো নাম, চিঠি দিলেন পাঁচলার প্রধান
আরও পড়ুন: বাকি পরীক্ষা বাতিল উচ্চ মাধ্যমিকে, ফল ৩১শে জুলাইয়ের মধ্যে