COVID-19

Coronavirus in West Bengal: রাজ্যে দৈনিক আক্রান্ত ৭০০-র উপরেই, কলকাতায় সংক্রমণ বেড়ে ১৩৭

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় ৩ জন করে রোগী মারা গিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১ ২১:২৯
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

রাজ্যে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা একধাক্কায় অনেকটাই বাড়ল। উত্তর ২৪ পরগনা এবং কলকাতায় ফের শতাধিক বাসিন্দার মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। যদিও সংক্রমণের দৈনিক হার নিম্নমুখী হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় ৫ লক্ষাধিক টিকাকরণ হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭০৮ জন সংক্রমিত হয়েছেন। কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৭ জন। উত্তর ২৪ পরগনায় ১২৫ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় নদিয়ায় ৫৮, দক্ষিণ ২৪ পরগনায় ৫৭, হাওড়ায় ৪৩, হুগলিতে ৩৯ এবং দার্জিলিঙে ৩০ জন আক্রান্ত হয়েছেন। এ ছা়ড়া, রাজ্যের প্রায় প্রতিটি জেলায় কমবেশি সংক্রমণ ছড়িয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৫ লক্ষ ৬৭ হাজার ৫৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৫৮৬।

Advertisement

গত ২৪ ঘণ্টায় ১৩ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। তার মধ্যে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় ৩ জন করে আক্রান্ত মারা গিয়েছেন। এ ছাড়া, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে ২ জন করে বাসিন্দার মৃত্যু হয়েছে। দার্জিলিং, হাওড়া এবং হুগলিতে ১ জন করে রোগী মারা গিয়েছেন। স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, রাজ্যে ১৮ হাজার ৭৬৪ জনের কোভিডে মৃত্যু হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, রাজ্যে দৈনিক টিকাকরণ বেড়েছে। মঙ্গলবার সকালে মন্ত্রক জানিয়েছে, তার আগের ২৪ ঘণ্টায় ৫ লক্ষ ৮৫ হাজার ৩৭৮ জনকে টিকা দেওয়া হয়েছে।

Advertisement

টিকাকরণের মতোই দৈনিক কোভিড পরীক্ষাও বেড়েছে। স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৭১২টি কোভিড পরীক্ষা হয়েছে। সংক্রমণ বাড়লেও এর দৈনিক হার নিম্নমুখী হয়ে দাঁড়িয়েছে ১.২৯ শতাংশে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement