Coronavirus

করোনায় পাল্টা প্রচারে কী, তৃণমূলকে বলবে টিম পিকে

রবিবার থেকে তৃণমূলের বিধায়কদের রেশন ও ত্রাণ নিয়ে প্রচারের কর্মসূচিও বলে দেওয়া হবে। প্রয়োজনে তাঁদের মতও নেবেন দলীয় নেতৃত্ব।

Advertisement

রবিশঙ্কর দত্ত

কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০২০ ০৫:৩৯
Share:

ফাইল চিত্র।

রাজ্যে রেশন সামগ্রী বণ্টনে প্রকৃত অবস্থা বুঝতে দলের জনপ্রতিনিধিদের মত জানতে চাইছে তৃণমূল। কোথাও অনিয়ম বা দুর্নীতি থাকলে তা দূর করতে খুঁটিনাটি পরামর্শ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থাকে। সেই লক্ষ্যেই টিম পিকের ব্যবস্থাপনায় আজ, রবিবার থেকে তৃণমূলের বিধায়কদের রেশন ও ত্রাণ নিয়ে প্রচারের কর্মসূচিও বলে দেওয়া হবে। প্রয়োজনে তাঁদের মতও নেবেন দলীয় নেতৃত্ব।

Advertisement

করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য দফতরের তত্ত্বাবধানে রাজ্যব্যাপী সচেতনতা প্রসারের কাজ চলবে। এই অবস্থায় বিধিনিষেধের জেরে যাতে খাদ্যাভাব তৈরি না-হয়, তা নিশ্চিত করতে শুক্রবারই দল ও সরকারের অভিমুখ স্থির করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে এ বার খুঁটিনাটি পরামর্শ দেবে পিকে-র সংস্থা। তাই আজ রবিবার থেকে দলের বিধায়কদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের ব্যবস্থা করা হচ্ছে। সেখানে দলের শীর্ষ নেতারা থাকলেও পিকে-র টিমের তরফেই পরামর্শ দেওয়া হবে। রেশন নিয়ে খাদ্য দফতরের সমস্ত তথ্যও নিয়েছে তারা। রেশনের পাশাপাশি ১০০ দিনের কাজের সুষ্ঠু বণ্টনের মধ্যে দিয়ে প্রান্তিক মানুষকে কিছুটা স্বস্তি দিতে চাইছে শাসক দল।

রেশনের চাল, ডাল বিলিবণ্টন নিয়ে যে রাজনৈতিক চাপান-উতোর চলছে, সে সম্পর্কে সমীক্ষা করেছে টিম পিকে। দলীয় সূত্রে খবর, বেশির ভাগ জায়গায় সাধারণ মানুষের কাছে রেশনের জিনিসপত্র পৌঁছেছে। কিন্তু সমস্যা যে একেবারে নেই, তা-ও নয়। বহু জায়গায় কার্ডের কারণে রেশনের সামগ্রী পেতে গরিব মানুষকে হয়রান হতে হচ্ছে। তৃণমূলের স্থানীয় নেতা বা জনপ্রতিনিধিরা নাক গলানোয় কিছু জায়গায় রেশন বণ্টন ঠিক ভাবে হয়নি বলেও জানতে পেরেছেন দলীয় নেতৃত্ব। দলের এক শীর্ষনেতার কথায়, ‘‘কিছু জায়গায় অনিয়ম বা দুর্নীতি হয়েছে। তবে তা নজরে আসায় মুখ্যমন্ত্রী প্রশাসনিক স্তরে ব্যবস্থা নিয়েছেন। অনিয়মের অভিযোগে ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রাজ্য সরকার নিজেদের সদিচ্ছার প্রমাণ দিয়েছে।’’

Advertisement

আরও পড়ুন: প্রেসক্রিপশন ছাড়া মিলছে না জ্বরের ওষুধও, ভোগান্তি হাওড়ায়

রেশন নিয়ে সরকারের ত্রুটি সামনে আনতে বিরোধী রাজনৈতিক দলগুলি একসুরে প্রচার চালাচ্ছে। লকডাউনের মধ্যেও সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াকে তারা পুরোপুরি ব্যবহার করছে। তারই জবাব দেওয়ার পরিকল্পনা করেছে তৃণমূল। কী ভাবে সেই জবাব দেওয়া হবে, তার নকশা ঠিক করেছে প্রশান্তের সংস্থা। সেখানেই বিধানসভা ভিত্তিক রেশন বিলি ও সরকারি ত্রাণের হিসেবও তৈরি করা হচ্ছে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement