Coronavirus in West Bengal

Covid-19: রাজ্যে করোনা সংক্রমণ কমায় প্রত্যাহার করা হল নৈশ কার্ফু, নয়া নির্দেশিকা নবান্নের

করোনা সংক্রমণ রুখতে বিপর্যয় মোকাবিলা আইন মেনে নৈশ কার্ফু-সহ কয়েকটি বিধিনিষেধ জারি হয়েছিল রাজ্যে। এর আগে গত ১৫ মার্চ জারি করা নির্দেশিকায় করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছিল নবান্ন। তবে দোলের আগের রাতে নৈশ কার্ফু শিথিল করা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ মার্চ ২০২২ ১৮:৩৯
Share:

প্রতীকী ছবি।

কোভিড সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নয়া নির্দেশিকা জারি করে এ কথা জানিয়েছে নবান্ন। তাতে বলা হয়েছে, রাজ্যে সংক্রমণের হার কমার কারণেই নৈশ কার্ফু তুলে নেওয়া হচ্ছে। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত বলবৎ হবে।

তবে নৈশ কার্ফু উঠে গেলেও, মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়ম আগের মতোই বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবারের নির্দেশিকায়। পাশাপাশি নবান্নের নির্দেশ, বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থাগুলিকেও আগের মতোই কোভিডবিধি মেনে কাজ করতে হবে।

Advertisement

করোনা সংক্রমণ রুখতে বিপর্যয় মোকাবিলা আইন মেনে নৈশ কার্ফু-সহ কয়েকটি বিধিনিষেধ জারি হয়েছিল রাজ্যে। এর আগে গত ১৫ মার্চ জারি করা নির্দেশিকায় করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছিল নবান্ন। তবে দোলের আগের রাতে নৈশ কার্ফু শিথিল করা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement