গ্রাফিক: শৌভিক দেবনাথ
শনিবারের রেকর্ড ভেঙে গেল ২৪ ঘণ্টার মধ্যেই। গত কাল রাজ্যে এক দিনে করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু ছিল সর্বাধিক। রবিবার সেই গণ্ডি পেরিয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭৩৯ জন। মৃত্যু হয়েছে ৪৯ জনের। রাজ্যে সুস্থতার হার-এর ছবিটা অবশ্য বেশ স্বস্তিদায়ক। গত কাল তা ছিল ৬৯.৪১ শতাংশ। এ দিন তা বেড়ে হয়েছে প্রায় ৭০ শতাংশ।
রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে সংক্রমণের হার স্বস্তিদায়ক। যদিও তা শনিবারের থেকে সামান্য বেড়েছে। গত কাল তা ছিল ১২.৯০ শতাংশ। এ দিন তা হয়েছে ১৩ শতাংশ। প্রতি দিন যত জন রোগীর কোভিড-টেস্ট করা হচ্ছে এবং তার মধ্যে প্রতি ১০০ জনে যত সংখ্যক কোভিড-রিপোর্ট পজিটিভ আসছে, তাকেই বলা হয় পজিটিভিটি রেট বা সংক্রমণের হার। বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৭১টি কোভিড-১৯ টেস্ট করা হয়েছে, যা রেকর্ড সংখ্যক। তার মধ্যে ৮.০৮ শতাংশ রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে সংক্রমণের হার দাঁড়িয়েছে ১৩ শতাংশ।
আরও পড়ুন: অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ, কোয়রান্টিনে রাজ্যের এক ঝাঁক বিজেপি সাংসদ
এ রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ৫১৬ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫২ হাজার ৭৩০ জন। রাজ্যে এখন সক্রিয় করোনা রোগী রয়েছে ২১ হাজার ১০৮ জন। এ রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৬৯.৮৩ শতাংশ।
রাজ্যে সুস্থতার হার বাড়ছে। কিন্তু করোনায় মৃত্যুও বাড়ছে। এ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৬৭৮ জন। এ দিনের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৭০৯ জন। শুধু মাত্র কলকাতাতেই মারা গিয়েছেন ২০ জন। কলকাতায় এখন সক্রিয় আক্রান্ত ৬ হাজার ৫৯৭ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ৪৮ জনের মধ্যে কলকাতায় ২০ জনের পাশাপাশি উত্তর ২৪ পরগনায় ১৪, হাওড়ায় ৭, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমানে ২ জন এবং পশ্চিম মেদিনীপুরে ১ জন করে কোভিড রোগী মারা গিয়েছেন।
কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় সংক্রমণও ছড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ৫৮৬, দক্ষিণ ২৪ পরগনায় ১৪৭, হাওড়ায় ২৪৫, হুগলিতে ৭৭, পশ্চিম বর্ধমানে ৮৬, পূর্ব বর্ধমানে ৮০, পূর্ব মেদিনীপুরে ৪৯, পশ্চিম মেদিনীপুরে ৩০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। নদিয়ায় ৪০ এবং বাঁকুড়ায় ৩২ জন নতুন করে সংক্রমিত। উত্তরবঙ্গের দার্জিলিঙে ১৫০, কোচবিহারে ১৪৪, দক্ষিণ দিনাজপুরে ১০২, মালদহে ৯৯, জলপাইগুড়িতে ৫০ এবং আলিপুরদুয়ারে ৪৪ জন নতুন করে আক্রান্ত।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)