Coronavirus

করোনার ৭টি হটস্পট চিহ্নিত রাজ্যে, ব্যবস্থা নেওয়া হচ্ছে: মুখ্যমন্ত্রী

রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত ৫। সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৬১ থেকে বেড়ে ৬৯ হয়েছে। সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২০ ১৯:১৫
Share:

সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে সাতটি জায়গাকে হটস্পট হিসাবে চিহ্নিত করে করোনা নিয়ন্ত্রণের পরিকল্পনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা আরও জানান, রাজ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৬১ থেকে বেড়ে ৬৯ হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ দিন মমতার ওই বৈঠকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হাজির ছিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে একাধিক পরামর্শও দেন তিনি।

Advertisement

এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্যে নতুন করে আট জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪টি ক্ষেত্রে সংক্রমণ পারিবারিক’।’’ মমতার বক্তব্য, ‘‘ এ রাজ্যে পারিবারিক ভাবে সংক্রমণের শিকার হওয়ার সংখ্যা বেশি হচ্ছে।’’ রাজ্যে করোনার প্রকোপ নিয়ে একটি মানচিত্র তৈরি করেছে নবান্ন। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলার অন্তত সাতটি জায়গায় সীমাবদ্ধ রয়েছে করোনা। এই সময়েই লক্ষ্মণরেখা টানতে হবে। এ জন্য নির্দিষ্ট পরিকল্পনা করা হচ্ছে।’’ তবে মুখ্যমন্ত্রীর দাবি, এ রাজ্যে করোনা সংক্রমণ এখনও পর্যন্ত দ্বিতীয় পর্যায়েই আছে।

রেশন ব্যবস্থায় রাজনৈতিক দলগুলির ‘মাতব্বরি চলবে না’ বলেও এ দিন হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। রেশন ডিলারদের উপযুক্ত পরিমাণ ও উপযুক্ত মানের চাল দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। লকডাউন চললেও কৃষিজ পণ্যকে ছাড়পত্র দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার ফুলচাষিদের জন্য বুধবার থেকে কলকাতার বাজার খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই নির্দেশ জারি করা হয়েছে পানচাষিদের ক্ষেত্রেও। কিসান মান্ডিও চালু রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

আরও পড়ুন: কলকাতার ফুটপাতেও এ বার করোনা হানা, ২ জন ভর্তি হাসপাতালে

রাজ্যের তৈরি করা ‘গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি ইন ওয়েস্ট বেঙ্গল’-এর মাথায় রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এ দিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন তিনি। বৈঠকে তিনি পরামর্শ দেন, ‘‘ বাজারে মাস্ক পরা বাধ্যতামূলক হোক। বাজারে প্রবেশের সময় স্যানিটাইজেশন বা নিদেন পক্ষে সাবানজলের ব্যবস্থা করা হোক।’’ অভিজিতের বক্তব্য, ‘‘কিছু ছোট ছোট জিনিস খেয়াল করলেই সংক্রমণ অনেকটাই রোখা যাবে।’’

আরও পড়ুন: করোনার ভয়ে এনআরএস-মুখো হচ্ছেন না কেউ, ৩০ জনের রিপোর্ট নেগেটিভ

লকডাউন চলাকালীন তামিলনাড়ু থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছিল ৪৯ জনের একটি পরিযায়ী শ্রমিকের দল। তাঁদের খোঁজ মিলছিল না। তামিলনাড়ু সরকারের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের ওই দলটির হদিশ মিলেছে বলে এ দিন জানিয়েছেন মমতা। তারা একটি ত্রাণ শিবিরে রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন,feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement